পুরাতন গাছে জিনের সমস্যায় করণীয়

 পুরাতন গাছে জিনের সমস্যায় করণীয় 



অনেক পুরাতন গাছ আছে যেগুলোতে জিন থাকে। এবং যেগুলো কাটতে গেলে জিন ক্ষতি করে। যারা কাটতে চায় তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। অথবা কেটে ফেলার পর জিনেরা ক্ষতি করে। অথবা স্বপ্নে দেখায় সেই গাছ কাটলে ক্ষতি করবে। এমন‌ও শুনেছি অনেক পুরাতন গাছ কাটতে গিয়ে আহত নিহত হয়েছে।


এ ব্যাপারে পরামর্শ হলো ,

যদি গাছ কাটার পর জিনেরা ক্ষতি করে তাহলে রাকীর দ্বারস্থ হয়ে সমস্যা অনুযায়ী প্রদত্ত পরবর্তী পরামর্শ ফলো করা।


আর যদি এ ধরনের সমস্যাওয়ালা গাছ কাটার আগে নিরাপত্তা গ্রহণ করতে চায় তাহলে যা করা যায় তা হলো, 

যেহেতু হাদিসে আছে যে বাড়িতে তিনদিন সূরা বাকারা তিলাওয়াত হয় সে বাড়ী থেকে শয়তান পালিয়ে যায়। তাই সেই গাছের নিচে তিন দিন সুরা বাকারার অডিও প্লে করা।

তিন দিন সেখানে আযান দেওয়া বা আযান প্লে করা। যেহেতু আযানের আওয়াজ যতটুকু এরিয়াতে যাবে অতটুকু থেকে শয়তান পালিয়ে যাবে।

সেইসাথে যে সেই গাছ কাটতে চায় বা কাটাতে চায় সে এবং তার পরিবার আল্লাহর নিরাপত্তা লাভের নিয়ম গুলো মেনে চলবে।


এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেই গাছ কেটে ফেলা।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url