শয়তান দুই প্রকার; মানুষ শয়তান ও জিন শয়তান। কোন শয়তান বেশি খারাপ?

 


 শয়তান দুই প্রকার; মানুষ শয়তান ও জিন শয়তান।

কোন শয়তান বেশি খারাপ?

মানুষ শয়তান, এটি জ্বীন শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক। জিন শয়তানের কাজ এবং এর ক্ষতির শীর্ষে রয়েছে ওয়াসওয়াসা, যা সে একজন ব্যক্তির জন্য সর্বাধিক করতে পারে। সে মানুষের জন্য বিভিন্ন জিনিস আকর্ষণীয় করে তোলে । কিন্তু সে আপনার ইচ্ছা ছাড়া আপনাকে অবাধ্যতায় লিপ্ত করতে পারে না। 


আর মানুষ শয়তানদের ক্ষতি ও বিপদ হলো, এরা আপনাকে অনুসরণ করে এবং আপনার সাথে লেগে থাকে এবং কখনো কখনো আপানাকে বাধ্য করে। শয়তান উপাধি প্রত্যেক ঐ মানুষের জন্য প্রযোজ্য, যে মানুষের সামনে কোনো ভালো ও কল্যাণের দরজা বন্ধ করে এবং মানুষের জন্য খারাপের দরজা সমূহের মধ্য থেকে কোন দরজা খুলে দেয়। এভাবে সে নিজে এবং তার চারপাশের লোকদেরকে নিয়ে কল্যান থেকে দূরে সরে যায়।এবং তার চারপাশের লোকদের জন্য অবাধ্যতার কাজ সুসজ্জিত করে দেয়। 


কেননা শয়তান অর্থ সীমালঙ্ঘনকারী।আর এই বৈশিষ্ট্যের মানুষ ও জিন উভয়ের জন্যই এই পরিভাষা ব্যাবহার করা হয়।আজকাল আমাদের চারপাশে মানব শয়তান বেশী। মানুষ শয়তান ও জিন শয়তানদের বিষয়ে আমাদের করণীয় কী ? তা আল্লাহ তাআলা আমাদের জন্য বর্ণনা করেছেন।  

আয়াতে মানব ও অজ্ঞতার প্রদর্শনের মোকাবিলা করার জন্য আমাদের জন্য আমাদের জন্য সর্বশক্তিমান আমাদের মধ্যে রয়েছে।

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ * وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۚ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ

আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাক।

আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী।

(আল আ'রাফ, আয়াতঃ ১৯৯-২০০)





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url