যাদু দিয়ে যাদু বা কুফরী দিয়ে কুফরী কাটানো যায় না।

 



 যাদু দিয়ে যাদু বা কুফরী দিয়ে কুফরী কাটানো যায় না।

যেমনি ভাবে প্রস্রাব দিয়ে প্রস্রাব পরিষ্কার করা পসিবল না। বরং অপরিচ্ছন্নতা ও অপবিত্রতাই বৃদ্ধি পাবে। তেমনিভাবে এক কুফরী ও যাদু কাটাতে আরেক কুফরী ও যাদু করলে শুধু কুফরি ও যাদু বৃদ্ধিই পাবে । 

বরং প্রস্রাব পরিষ্কার ও পবিত্র করতে যেমন পানি দরকার, তেমনিভাবে কুফরী ও যাদু নষ্ট করতে হালাল ও পবিত্র কোনো কাজ দরকার।


মহান আল্লাহ বলেন,

 إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۚ 


 নিশ্চয় সৎকাজ অসৎ কাজকে মিটিয়ে দেয়। (সূরাঃ হুদ, আয়াতঃ ১১৪)


ইমাম ইবনে কাসীর রহ. সূরা বাকারার ২৬৯ আয়াতের তাফসীরে লিখেন,


"আল্লাহ তাআলা মন্দকে মন্দের দ্বারা দূর করেন না বরং মন্দকে ভাল দ্বারা দূর করেন! অপবিত্র জিনিস অপবিত্র জিনিস দ্বারা বিদূরিত হয় না। "











এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url